Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেজুড়বৃত্তিক ছাত্র-রাজনীতি চাই না: ইবি শিবির সভাপতি

ইবি করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ২০:৫১ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২০:৫২

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসা

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসা বলেন, লেজুড়বৃত্তিক ছাত্র-রাজনীতি বন্ধের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রশিবির সম্পূর্ণ একমত। বিগত সময়ে শিক্ষার্থীরা দেশে ছাত্র-রাজনীতির যে রূপ দেখেছে তা মূলত ছাত্র-রাজনীতি নয়। আমরা কোনো লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন নই। শিবিবের নেতা নির্বাচন হয় সংগঠনের সদস্যের ভোটে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভাপতি বলেন, ‘আমাদের সংগঠন কোনো সময়ই নিষ্ক্রিয় ছিলো না। স্বৈরাচারী শাসনের আমলে কারণে চাপের মধ্যে ছিলাম। প্রতিবছরই আমাদের নতুন কমিটি হয়েছে, আমরা সবসময়ই কার্যক্রম পরিচালনা করেছি, কখনোই গোপন ছিলাম না।’

ক্যাম্পাসে ভিন্ন মতের সংস্কৃতি চর্চার বিষয়ে তিনি বলেন, ‘ছাত্রশিবির সুষ্ঠু সংস্কৃতি চর্চায় বিশ্বাস করে। এতে যেকোনো মতের সাংস্কৃতিক সংগঠন তাদের নিজস্ব মত অনুযায়ী এটা অবশ্যই বাস্তবায়ন করতে পারবে। এখানে ছাত্রসংগঠন হিসেবে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। এটা তাদের মৌলিক অধিকার।’

সংগঠনটিতে ছাত্রীদের অংশ্রহণ নিয়ে তিনি বলেন, ‘অন্যান্য সংগঠনের চাইতে আমরা নারীদেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। ছাত্রী সংগঠন নামে তাদের আলাদা প্ল্যাটফর্ম রয়েছে। নারীদের থেকেও যেন জাতীয় পর্যায়ে নেতৃত্ব তৈরি হয় সেজন্য তাদেরকে এই আলাদা স্পেস দিয়ে রাখা হয়েছে। সেখানে তাদের নিজস্ব কমিটি রয়েছে, তারা নিজেদের মতো করে কার্যক্রম পরিচালনা করে। তবে দাবি-দাওয়া ও বিভিন্ন অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা একসাথেই আন্দোলন করে থাকি।’

জামায়াতের সাথে সম্পর্ক নিয়ে বলেন, ‘জামায়াতের সাথে সাংবিধানিকভাবে আমাদের কোনো সম্পর্ক নেই। ছাত্রশিবির একটি স্বতন্ত্র সংগঠন। তবে আদর্শগত দিক থেকে তাদের সাথে আমাদের মিল রয়েছে।’

বিজ্ঞাপন

প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে, আন্তর্জাতিকীকরণের দিকে যদি ক্যাম্পাসকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সকল সাধারণ শিক্ষার্থীকে একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। দাবি-দাওয়া আদায়ে দল-মত ভুলে সবাইকে একটি জায়গায় এসে দাঁড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাখাতে উন্নয়নের জন্য উপাচার্য যে চিন্তাগুলো করছেন, আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি তাহলে প্রশাসন সেই কাজগুলো বাস্তবায়ন করতে পারবে। সবাইকে একসাথে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

এর আগে, সোমবার (২৮ অক্টোবর) পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভার মাধ্যমে প্রকাশ্যে আসে শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি। সংগঠনটির শাখা সভাপতি বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এইচ এম আবু মুসা ও সেক্রেটারি ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান।

এ ছাড়া সোমবার রাত নয়টায় সংগঠনটির ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে তাদের পরিচয় জানা যায়।

সারাবাংলা/এইচআই

আবু মুসা ইবি শিবির সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর