‘পুলিশকে সক্রিয় করতে না পারায় অপরাধ বাড়ছে’
২৯ অক্টোবর ২০২৪ ১৮:৫৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২৩:০২
ঢাকা: সরকার সারা দেশে পুলিশ বাহিনীকে এখনো সক্রিয় করতে পারেনি বলে অপরাধ বাড়ছে— এমন মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। এ পরিস্থিতি সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে বলেও অভিযোগ করেন তারা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের নেতাদের সভায় জোট নেতারা এমন মন্তব্য করেন। সভায় দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বাম জোটের নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার আমলের মতোই শুল্ক কমিয়েও পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। অর্থাৎ মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেট আগের মতোই শক্তিশালী। নিত্যপণ্যের দাম কমানোর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে বাকি কাজ করতে হবে।
তারা বলেন, রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধ প্রসঙ্গে রিটে সিপিবি ও বাসদের নাম থাকা ষড়যন্ত্রমূলক। এর মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এ ধরনের প্রচেষ্টা নিন্দনীয়। এই অভ্যুত্থানে অসংখ্য শ্রমজীবী মানুষ অংশ নিয়েছেন, প্রাণ দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আওয়ামী লীগ শাসনে তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। সেই শ্রমজীবী-মেহনতি মানুষদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা অভ্যুত্থানের প্রথম কর্তব্য হওয়া উচিত। দরিদ্র-নিম্নবিত্ত জনসাধারণের জন্য দ্রুত রেশনের ব্যবস্থা করা দরকার।
জোট নেতারা আরও বলেন, রাষ্ট্রপতি বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে নৈতিক আপত্তি নেই। কিন্তু কী প্রক্রিয়ায় হবে সেটা সবার ঐক্যমতের ভিত্তিতে ঠিক হওয়া দরকার। সাংবিধানিক সংকটসহ কোনো ধরনের নতুন জটিলতা সৃষ্টি যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যার ফলে অভ্যুত্থানকারী শক্তির মধ্যে বিভক্তি তৈরি হতে পারে এবং ফ্যাসিবাদী সরকারের দোসরেরা সুযোগ নিতে পারে। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ অন্যান্য বিষয়গুলো দ্রুত সমাধান করে নতুন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
সারাবাংলা/এএইচএইচ/এমপি