সুনামগঞ্জে মা-ছেলে হত্যাকাণ্ডে আসামি শনাক্ত
২৯ অক্টোবর ২০২৪ ১৬:০০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:০৩
সুনামগঞ্জ: জেলায় পুলিশ সুপারের বাসভবনের পাশ থেকে মা-ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের আলামত জব্দ ও তদন্তে সিলেট থেকে পুলিশের বিশেষ তদন্ত ইউনিট পিবিআই ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
সদর থানার ওসি নাজমুল হক জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর ৬ টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি পূর্ব পরিকল্পিত। পুলিশ অতি দ্রুত আসামীদের শনাক্ত করতে সক্ষম হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম বলা যাচ্ছে না। আসামীরা হত্যার পর নিজেদের পালিয়ে যাওয়ার পথ ঠিক করে রাখার কারণে দ্রুততার সাথে পালাতে সক্ষম হয়। তবে পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। খুব শিগরিই ফলাফল পেয়ে যাবো।
আরও পড়ুন- https://sarabangla.net/news/post-921408/
ঘটনাস্থলের আলামত জব্দ করতে সিলেট থেকে ডাকা হয়েছে পুলিশের তদন্ত ইউনিট পিবি আইকে।
ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেবের নেতৃত্বে ৪ সদস্যের টিম ঘটনাস্থলে কাজ করছে। পি বি আইয়ের সাথে যোগ দিয়েছে সি আইডির আরেকটি ইউনিট
উল্লেখ্য, সোমবার (২৯ অক্টোবর) রাতে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সারাবাংলা/এনজে