জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ৭
সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১০:৪০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১২:৫৬
২৯ অক্টোবর ২০২৪ ১০:৪০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১২:৫৬
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে দুইটি বিদেশি রিভালবার ও দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (২৮ অক্টোবর) রাতে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ডেয়ারিং টাইগারস ইউনিট এ অভিযান চালায়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট মুনিয়া সোহেল ক্যাম্পে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে তাকে গ্রেফটারে অভিযান পরিচালনা করা হয়। তবে মুনিয়া সোহেলকে আটক করতে পারেনি অভিযানিক দল। তার সাত সহযোগীকে আটক করে সেনাবাহিনী। এ সময় মুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়ে দুটি বিদেশি রিভালবার উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, মোহাম্মদপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে।
সারাবাংলা/জিএস/ইআ