Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শতবার ফাঁসি দিলেও শেখ হাসিনার শাস্তি শেষ হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১৮:৫৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ২০:২৯

চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামায়াতের সমাবেশে

চট্টগ্রাম ব্যুরো: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শতবার ফাঁসি দিলেও তার শাস্তি শেষ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের খুনের রাজনীতিতে চ্যাম্পিয়ন। দুর্নীতি ও লুটপাটে চ্যাম্পিয়ন। শেখ হাসিনা বাংলাদেশের বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা করতে চ্যাম্পিয়ন। বাংলাদেশে শুধুমাত্র ফাঁসির মঞ্চে শেখ হাসিনার জায়গা হবে। তাকে শতবার ফাঁসি দিলেও এ দুনিয়াতে তার শাস্তি শেষ হবে না। পাঁচ আগস্টের রক্তাক্ত বিপ্লবের পর ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে আমরা কিছু ছোট-খাটো ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ আমরা ফিরে আসতে দেব না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এবং আল্লাহর শত্রুরা বুঝতে পেরেছিল বাংলাদেশ যদি গণতন্ত্রের দিকে অগ্রসর হয় তাহলে এ দেশ ইসলামের বাংলাদেশে পরিণত হবে। তাই শেখ হাসিনা ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা নিয়ে ১৪ দলের কর্মীদের রাজধানী ঢাকার রাজপথে মার্চ করার নির্দেশ দিয়েছিল। সেদিন পল্টনে জামায়াতের আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে লগি-বৈঠা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল। এ ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ।’

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, ‘আমরা কোনো অবস্থায় রক্তাক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্জন ও শহিদদের আত্মত্যাগকে বৃথা যেতে দিতে পারি না। আমরা জামায়াতে ইসলামী গণতন্ত্রে বিশ্বাসী। সংবিধানে বিশ্বাস করি। আমরা বাংলাদেশে কোনো ধরনের ভেদাভেদ, হিংসা ও বিদ্বেষ দেখতে চাই না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পল্টন ট্র্যাজেডি ও পাঁচ আগস্টের আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে যারা শহিদ হয়েছেন তাদের দেশে আর কোনো চাঁদাবাজি, ভূমিদস্যুকে আমরা সহ্য করব না। আইনশৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডকে আমরা জামায়াত-শিবির এক মুহূর্তের জন্যও সহ্য করব না। আমরা জামায়াত ক্ষমতায় যেতে চাই না। আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই।’

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মো. উল্লাহ এবং ফয়সাল মুহাম্মদ ইউনুছের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির আমির আব্দুর রহমান চৌধুরী, নগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়েদুল্লাহ, নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি খাইরুল বাশার, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির নগর দক্ষিণের সভাপতি শহিদুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাহিদুল ইসলাম।

সারাবাংলা/আইসি/পিটিএম

টপ নিউজ ফাঁসি শতবার শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর