অভিবাসন নিয়ে কড়া বার্তা ট্রাম্পের, কমলাকে ব্যক্তিগত আক্রমণ
২৮ অক্টোবর ২০২৪ ১৬:১০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ০২:২২
নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে রোববার (২৭ অক্টোবর) রাতে এক সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনি প্রচারে অভিবাসন ইস্যুতে কড়া মনোভাব প্রকাশ করেছেন। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসেরসে বুদ্ধিগত দক্ষতা নিয়ে মন্তব্যও করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘কমলা, আপনার আইকিউ (ইনটেলিজেন্স কুয়োশেন্ট) অনেক কম। আপনি দেশ ধ্বংসের জন্য দায়ী।’ এমন মন্তব্যের মাধ্যমে তিনি কমলার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
অভিবাসন বিষয়ে ট্রাম্প বলেন, ‘বাইরের দেশ থেকে আসা অপরাধীরা যুক্তরাষ্ট্রের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করছে। এজন্য উচিত অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা। এভাবেই গ্যাংওয়ার রুখতে পারবো আমরা।’
ট্রাম্প আরও বলেন, ‘যদি কোনো অনুপ্রবেশকারী মার্কিন নাগরিকদের হত্যার সঙ্গে যুক্ত হন, তাহলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত।’
ট্রাম্পের মতে, দেশপ্রেমিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই এই নির্বাচনের গুরুত্বপূর্ণ অঙ্গীকার এবং এই নির্বাচনেই দেশের আগামী চার বছরের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
নির্বাচনি প্রচারের মূল দুই বিষয়- অভিবাসন নিয়ন্ত্রণ এবং অর্থনীতি উন্নয়ন ট্রাম্প তার বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরেন।
গতরাতের (২৭ অক্টোবর) এই প্রচারে ট্রাম্পের সাথে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী নভেম্বরের ৫ তারিখ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের জরিপমতে ট্রাম্প এবং হ্যারিসের মধ্যে হ্যারিস সামান্য এগিয়ে আছেন।
সারাবাংলা/এনজে