ডাকাতিয়া নদীতে তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬
২৭ অক্টোবর ২০২৪ ২৩:৪১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৯:০৭
চাঁদপুর: চাঁদপুরে ডাকাতিয়া নদীতে তেলবাহী জাহাজ এমভি সাদিয়া এন্টারপ্রাইজের ইঞ্জিনকক্ষে অগ্নিকাণ্ডে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর একজনকে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিদগ্ধরা হলেন— জাহাজের শ্রমিক রুবেল (৩৫), গোলাপ (৫০), জিলানী (৩০), মাসুদ (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মধু মিয়া (৫৫)। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আকলিমা জাহান জানান, এদের মধ্যে গোলাপের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।
জাহাজের কর্মীরা জানান, গত শুক্রবার সাড়ে সাত লাখ লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে চাঁদপুরের কয়লাঘাট এলাকায় অবস্থিত ডাকাতিয়া নদীর তীরে পদ্মা ডিপোসংলগ্ন ঘাটে ভেড়ে সাদিয়া এন্টারপ্রাইজ। রোববার বিকেলে তেল আনলোড করার জন্য জেনারেটর চালু করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। কোস্ট গার্ডের সদস্যরাও এ কাজে তাদের সঙ্গে যোগ দেন। এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় ছয়জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জাহাজে অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি তিনি।
সারাবাংলা/টিআর