Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হিযবুত তাহরীর’ ও ‘আনসারুল্লাহ’র ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ০২:১০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১১:৪৫

ফাইল ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকা: আগে থেকে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফলে হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ থাকছে।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্টস ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।

পোস্টে বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের টুইটের একটি ছবি সংযুক্ত করে লেখা হয়, ‘উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।’

প্রেস উইংয়ের পোস্টে লেখা হয়, ‘সম্প্রতি বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন টুইটারে (বর্কানে এক্স) একটি পোস্ট করেছেন, যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে, অন্তর্বর্তী সরকার দু’টি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি সত্য নয়। গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত এই দুটি গ্রুপসহ অন্য উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

আনসারুল্লাহ বাংলা টিম টপ নিউজ বাংলাদেশে নিষিদ্ধ হিযবুত তাহরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর