Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলাচ্ছে

স্পেশাল করসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ২২:২৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ০২:৪৭

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিবর্তন করা হবে এই মন্ত্রণালয়ের অধীনে থাকা দুই দপ্তর ‘মহিলাবিষয়ক অধিদফতর’ এবং ‘জাতীয় মহিলা সংস্থা’র নামও। ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ শব্দ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন দুটি দপ্তর ও সংস্থা যথাক্রমে ‘মহিলাবিষয়ক অধিদফতর’ ও ‘জাতীয় মহিলা সংস্থা’-এর নাম ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ ব্যবহার করার জন্য একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে।’

‘মহিলা’ শব্দটির পরিবর্তে ‘নারী’ শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে। যেমন- আন্তর্জাতিক নারী দিবস, জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১, নারী বিষয়ক অন্যান্য আইন, বিধিমালা ও নীতিমালায় এবং দেশে-বিদেশে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে ‘মহিলা’ শব্দটি পরিবর্তে বরং ‘নারী’ শব্দটি ব্যবহৃত হচ্ছে। সে কারণে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘স্বাধীন বাংলাদেশের সংবিধানের ১৯, ২৭, ২৮ ও ২৯ নম্বর অনুচ্ছেদে নারীর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ অন্য সব ক্ষেত্রে নারীর সম-অধিকার, সম-সুযোগ এবং ক্ষমতায়নের বিষয়গুলো সন্নিবেশিত। সরকারের নির্বাচনী ইশতেহারে ‘নারী’ শব্দটি ব্যবহার করা হয়েছে নারী উন্নয়নের ক্ষেত্রে। এসব দিক বিবেচনা করে সবার মতামত ও পরিকল্পনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এইচআই

উপদেষ্টা শারমীন এস মুরশিদ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর