Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আধা সংবিধান, আধা বিপ্লবী চেতনায় সরকার চলছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৯:১১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৯:১৪

‘স্বস্তির হাট’ উদ্বোধনে বক্তব্য দেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

ঢাকা : জনগণ ক্ষুধার্ত পেটে রাষ্ট্র সংস্কারের গল্প শুনতে চায়না। এখন আধা সংবিধান, আধা বিপ্লবী চেতনায় সরকার চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

রোববার (২৭ অক্টোবর) গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যলয়ের সামনে ‘স্বস্তির হাটের’ উদ্বোধনে তিনি এ কথা বলেন। পেশাজীবি অধিকার পরিষদের দপ্তর সম্পাদক রেজওয়ানের উদ্যোগে ‘স্বস্তির হাট’ চালু হয়েছে।

মো. রাশেদ খাঁন বলেন, ‘সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেনা। দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া, মানুষের নাভিশ্বাস উঠা শুরু হয়েছে। সিন্ডিকেট ও মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ম্য ভাঙতে না পারলে সরকার ক্ষমতা ধরে রাখতে পারবেনা।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত শহীদের সঠিক তালিকা তৈরি হয়নি, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এখনও মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। কেনো গুরুতর আহদের চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলো না?’

রাশেদ বলেন, ‘জনগণ ক্ষুধার্ত পেটে রাষ্ট্র সংস্কারেট গল্প শুনতে চায় না। বাজারের সিন্ডিকেট ভাঙেন। রাস্তায় হাটেন মানুষের কথা শোনেন। আপনারা তো মানুষের কথা শুনছেন না। রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে দেশ চালানো সম্ভব? আপনারা এখন রাষ্ট্রপতিকে সরাতে চান। কিন্তু সেটা তো শপথ নেওয়ার আগে দরকার ছিলো। এখন রাষ্ট্রপতিকে সরতে হলে আপনারাও তো অবৈধ হয়ে যাবেন। কারণ যার হাতে শপথ নিয়েছেন, তিনি না থাকতে পারলে আপনারা কিভাবে থাকবেন? তখনই বলেছিলাম জাতীয় সরকার গঠন না করলে টিকতে পারবেন না। কথা শোনেন নাই। এখন কেনো আপনাদের কথা দলগুলো শুনবে? আপনারা বিপ্লবী চেতনা ধারণ করেন না। করলে তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন না করে বিপ্লবী সরকার গঠন করতেন। এখন আধা সংবিধান, আধা বিপ্লবী চেতনায় সরকার চলছে।’

বিজ্ঞাপন

পেশাজীবি অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ বলেন, ‘আমরা সারাদেশে স্বস্তির হাট চালু করবো। এটাই আমাদের প্রতিবাদ। সরকার যা পারছেনা, আমরা তা করে দেখাতে চাই। আমাদের এখানে বেগুন ৫৫ টাকা কেজি, করলা ৬০ টাকা, লাউ ৩৫ টাকা পিস, কাঁচামরিচ ১৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, আলু ৫৭ টাকা, পিয়াজ ১১০ টাকা, লেবু হালি ১৫ টাকা, ফুলকপি ২০ টাকা পিস, ঢেড়স ৫৬ টাকা কেজি, পটল ৬০ টাকা, পেঁপে ২০ টাকা কেজি।

‘স্বস্তির হাটের’ উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনা করেন পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন। বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, গণনেতা ইলিয়াস মিয়া ও শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ প্রমুখ।

সারা বাংলা/এএইচএইচ/এসআর

আধা বিপ্লবী চেতনা আধা সংবিধান গণ অধিকার পরিষদ রাশেদ খান সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর