১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৪:৪২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৪:৪৫
২৭ অক্টোবর ২০২৪ ১৪:৪২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৪:৪৫
রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৯ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী দুই জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) সকালে শহরের মানিকছড়ি চেক পোস্টে তাল্লাশি চালায় পুলিশ। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাঙ্গামাটিগামী পাহাড়িকা সুপার সার্ভিসের একটি বাসের সিটের নীচ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় স্বামী-স্ত্রী দুইজনকে আটক করা হয়।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ওয়াসিম ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। আটককৃত ওয়াসিমের বিরুদ্ধে এর আগেরও মাদক মামলা রয়েছে।
সারাবাংলা/এসআর