Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে সারজিসের নেতৃত্বে জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ২২:৫৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ২০:৪৯

রংপুরে সারজিসের নেতৃত্বে জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল

রংপুর: জাতীয় পার্টিকে আওয়ামী লীগের অন্যতম দোসর অ্যাখ্যা দিয়ে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্ক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, জাতীয় পার্টির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মোস্তফার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘হৈ হৈ রই রই, জাতীয় পার্টি গেল কই’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’সহ নানা স্লোগান দেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে সারজিস আলম বলেন, ‘জাতীয় পার্টি এমনই একটা সুবিধাবাদী দল যে, এই সুবিধাবাজরা বিরোধীদলের ভূমিকায় আসে একটি গাড়ি পাওয়ার জন্য, মন্ত্রিপাড়ায় একটি বাড়ি পাওয়ার জন্য, কিছু বেতন পাওয়ার জন্য, এমপির সিট পাওয়ার জন্য, টেন্ডারবাজি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, সিন্ডিকেট করার জন্য। এখন এই ভণ্ডরা ভালো সাজছে।’

বিগত সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টির কড়া সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘জাতীয় পার্টি বৈধতা দেওয়ার চেষ্টা না করলে আওয়ামী লীগ সংসদে ন্যূনতম বৈধতা পেত না।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট বলতে চাই, ওই খুনি শেখ হাসিনাকে পার্লামেন্টে যারা বৈধতা দেওয়ার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেছে, তারা প্রত্যেকেই ফ্যাসিস্ট, শেখ হাসিনার দোসর।’ এ সময় বিগত আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেওয়া প্রত্যেকটি দলকে বিচারের মুখোমুখি করার ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে, সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘রাষ্ট্র পুনর্গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারজিস আলম।

সারাবাংলা/পিটিএম

জাতীয় পার্টি টপ নিউজ মিছিল সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর