Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭৩ দিন পর ২ বাংলাদেশি কিশোরকে ফেরত দিলো আরাকান আর্মি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১৬:৫২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৯:০৯

উদ্ধার হওয়া দুই কিশোর। ছবি: সারাবাংলা

কক্সবাজার: মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির হেফাজতে থাকা দুই বাংলাদেশি কিশোরকে দুই মাস ১৩ দিন (৭৩ দিন) পর ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম সীমান্তের মিয়ানমার-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে বিজিবির কাছে এই দুইজনকে হস্তান্তর করা হয়।

ফেরত আনা কিশোরেরা হলো, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল এলাকার জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও মো. মনজুরের ছেলে মো. আব্দুর রহমান (১২)।

কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ১৩ আগস্ট নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের ডুবাচর দ্বীপের দিকে চলে গেলে আরাকান আর্মি তাদের আটক করে। পরিবারের কাছ থেকে তথ্য পেয়ে বিজিবির পক্ষে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তাদের বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়। কিশোরদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি

কিশোর উদ্ধার

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর