Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১৫:২৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৭:৩৯

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পানিতে ডুবে মাদরাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

মৃত মাহমুদুর রহমান (১৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে। সে স্থানীয় জুমছড়ি দাখিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, শনিবার (২৬ অক্টোবর) সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার মাদ্রাসার ছাত্র মাহমুদুর রহমানসহ ৬ বন্ধু মিলে সমুদ্র সৈকতে ঘুরতে আসে। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে বন্ধুরা মিলে কিছু সময় ফুটবল খেলে। পরে সকলে সাগরে গোসলে নামে।

মাহমুদুরের সঙ্গে আসা বন্ধুরা জানিয়েছে, গোসলের এক পর্যায়ে মাহমুদুর রহমান পানিতে তলিয়ে যায়। তখন ভেসে যেতে থাকলে বন্ধুদের চিৎকারে লাইফগার্ড ও বিচ কর্মীরা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন আরও জানান, মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে আছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এনজে

কক্সবাজার সাগরে মৃত্যু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর