Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯২ বছরের বৃদ্ধের যৌন হয়রানির শিকার ৪ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪ ১৪:৩৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৬:১১

গুজরাটের রাজকোটে ৯২ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে তার প্রতিবেশীর ৪ বছর বয়সী মেয়েশিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী শিশুটির মা প্রদ্যুমান নগর থানায় একটি সিসিটিভির ফুটেজ প্রমান হিসেবে দিয়ে অভিযোগ দায়ের করেন।

শিশুটির মা অভিযোগপত্রে বলেছেন, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে তিনি বাড়ির বাইরে বসে ছিলেন এবং তার মেয়ে আশেপাশে খেলাধুলা করছিলো। সেই সময় তার মেয়ে হঠাৎ কাঁদতে কাঁদতে এসে তাকে ইশারা দিয়ে জানায় যে সে দাদুর স্পর্শে ভয় পেয়েছে। এরপর তিনি সোসাইটির অফিসে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি নিশ্চিত করেন।

প্রদ্যুমন নগর থানার তদন্ত কর্মকর্তা ভার্গব জাঙ্কাত টাইমস অব ইন্ডিয়া-কে বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অভিযুক্ত একাধিকবার শিশুটিকে আপত্তিকরভাবে স্পর্শ করেছে। পরবর্তীতে শিশুটিকে মায়ের কাছে গিয়ে কান্না করতে দেখা গেছে।’

পুলিশ সূত্রে জানিয়েছে, অভিযুক্ত প্রদ্যুমান এলাকায় তার নাতি এবং ৬০ বছর বয়সী মেয়ের সাথে থাকতেন।

শুক্রবার (২৫ অক্টোবর) অভিযুক্তকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে এবং সোমবার (২৮ অক্টোবর) তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হবে বলে থানার তদন্ত কর্মকর্তা জানিয়েছে।

তার বিরুদ্ধে বিএনএসের ধারা ৭৫ (যৌন হয়রানি) এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা করা হয়েছে হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া-র তথ্যমতে জানা গেছে।

সারাবাংলা/এনজে

গুজরাত যৌন হয়রানি শিশু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর