Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে গাঁজাসহ আটক ৩

লোকাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ১৮:২৪

বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬২ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারী আটক করা হয়। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ অভিযান করেন।

বেনাপোলের বাহাদুর সীমান্তে ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যৌথ অভিযান চালিয়ে বাহাদুর পুর গ্রাম থেকে এসব গাঁজাসহ আসামীকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন— বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের রহিমের ছেলে জসিম (৩৮), একই গ্রামের জাকিরের পুত্র সাগর (৩৫) এবং দুর্গাপুর গ্রামের মমিনের ছেলে ইমরান (২৯)।

মাদক উদ্ধার অভিযানে নেতৃত্বে থাকা র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লে. মো. রাসেল এবং বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার নিতিশ চন্দ্র জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে মাদকের চোরাচালান হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে মাদক ও পাচারকারীদের আটক করেন।

সারাবাংলা/এইচআই

গাঁজাসহ তিন মাদক পাচারকারী আটক বেনাপোল সীমান্ত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর