Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৭:৪৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ২০:০১

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থেকে সশস্ত্র ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান তথ্যটি জানান।

গ্রেফতার দুজন হলেন, মো. অমিত হাসান (২৫) ও মো. রুবেল বিশ্বাস (৩৬)।

শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন লোক ধারালো অস্ত্রশস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে তৎক্ষণাৎ সেখানে অভিযান চালিয়ে তাদের দুইজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে শেরেবাংলা নগর থানার একটি টিম।

পুলিশ আরও জানায়, এ সময় তাদের সাথে থাকা অন্য দুইজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত অমিত হাসান ও রুবেল বিশ্বাস এবং পলাতক অপর সদস্যদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় গতকাল বুধবার (২৩ অক্টোবর) একটি মামলা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সশস্ত্র ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগর এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহন, রিকশা ও মোটর সাইকেলের যাত্রীদের থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ মালামাল ছিনতাই করে আসছে।

গ্রেফতারদের শেরেবাংলা নগর থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

সারাবাংলা/ইউজে/এনজে

ছিনতাইকারী চক্র শেরেবাংলা নগর থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর