‘রাষ্ট্রপতিকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ’
২৩ অক্টোবর ২০২৪ ২১:১৪ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ০২:৩৪
নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্র ক্ষমতায় থেকে নয়-ছয় শুরু করেছেন। তাই দেশের জনগণ বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না।’
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার নূরালাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন তার আবার পদত্যাগ পত্রকি? এসব বলে রাষ্ট্রপতি সাংবিধানিক সংকট সৃষ্টি করে বিগত সরকারের মত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। তিনি নৈতিক স্খলন ঘটিয়েছেন, রাষ্ট্রপতি বলেই যে তিনি সকল আইনের ঊর্ধ্বে সেটা বাস্তাব নয়। ‘
নূরালাপুর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক ছাদেকুর রহমান গাজীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনসহ জেলা-উপজেলার বিএনপির নেতারা।
সারাবাংলা/এসআর
কর্মী সমাবেশ খায়রুল কবির খোকন জনগণ নরসিংদী বিএনপি রাষ্ট্রপতি