Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়রা থেকে ৫৫৫ কিমি দূরে ‘দানা’, বাড়ছে বাতাসের গতি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ২০:৩৮ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ২২:১৪

ঢাকা: ঘুর্ণিঝড় ‘দানা’ পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিমি দূরে অবস্থান করছে। যে কারণে বাতাসের গতি বাড়ছে। আবহাওয়া অধিদফতর বলছে, ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে ঝোড়ো হাওয়ার গতি। সেইসঙ্গে উপকূলে ঝড় শুরু হয়েছে।

আবহাওয়ার সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় (১৭.৩° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৬° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় ‘দানা’ বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর (পুন.) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ সময় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

ঘূর্ণিঝড় টপ নিউজ দানা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর