Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ চিকিৎসকের বদলির আদেশ বাতিল চায় ড্যাব

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ২০:০১ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ২২:১৪

ঢাকা: বৈষম্যের শিকার হওয়া চারজন চিকিৎসকের বদলির আদেশ বাতিল চায় বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। তারা বলেন, যারা স্বৈরাচারের বৈষম্যের শিকার হয়েছেন, তাঁদেরকে সুযোগ দিতে হবে। স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে হবে, যাতে দেশের চিকিৎসাব্যবস্থা উন্নত হয়।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফসহ অন্যান্যদের নিয়োগ ঘিরে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে।

এ সময় ড্যাব নেতারা বলেন, ডা. এবিএম আবু হানিফসহ বিভিন্ন পদে পদায়ন পাওয়া অনেক চিকিৎসক পতিত স্বৈরাচার সরকারের দোসর ছিলেন, তাঁদের নিয়োগ বাতিল করতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যখাতে স্বৈরাচারের সহযোগী ও সুবিধাভোগী চিকিৎসকদের পদায়ন বন্ধ করতে হবে।

এ দিন ড্যাবের মহাখালী কমপ্লেক্স শাখা সভাপতি ডা. মো. ফারুক হোসাইন বলেন, ‘আমরা যারা আন্দোলন করছিলাম এবং বৈষম্যের শিকার ছিলাম। তাদের মধ্যে থেকে ৪ চিকিৎসককে শাস্তিমূলকভাবে ঢাকার বাহিরে বদলি করা হয়েছে। এখনও তাঁদের আদেশ বাতিল করা হয়নি। তাড়াতাড়ি শাস্তিমূলক বদলির আদেশ বাতিল করতে হবে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও বলেছেন, তিনি এ আদেশে বিষয়ে কিছু জানতেন না এবং স্বাস্থ্য উপদেষ্টাও বলেছেন, তিনি বিষয়টা দেখছেন।’

প্রসঙ্গত, ঢাকার বাহিরে বদলির আদেশ পাওয়া চারজন চিকিৎসক হলেন— ডা. শাহ আলী আকবর আশরাফী, ডা. মো. আব্দুল ওয়াদুদ, ডা. মো. ফারুক হোসেন ও ডা. মাহবুব আরেফীন রেজানুর।

কর্মসূচিতে ড্যাবের জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব ডা. মো. মেহেদী হাসান বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে বাংলাদেশ রচিত হয়েছে, সেই বাংলাদেশের সংস্কার করা প্রয়োজন। নতুন বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার দোসরদেরকে ভালো পদে রেখে কাঙ্খিত সফলতা অর্জন করা সম্ভব নয়। স্বাস্থ্য অধিদফতরেও পরিচালক, লাইন ডিরেক্টরসহ বিভিন্ন পদে স্বৈরাচার সরকারের দোসরদের পদায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারের দোসরদের দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না। তাঁরা প্রতিটি পদে পদে বাঁধা সৃষ্টি করবে। স্বাস্থ্যখাতে অস্থিতিশীল করার জন্য এখনও আওয়ামী ফ্যাসিবাদী দোসররা সক্রিয়। এখনও ফ্যাসিবাদী দোসরদের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে নিজেদের কবর নিজেরাই খুঁড়বো। স্বাস্থ্যখাতে ফ্যাসিবাদের দোসরমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।’

অবস্থান কর্মসূচিতে ড্যাব কেন্দ্রীয় সদস্য ডা. খায়রুল ইসলাম বলেন, ‘স্বৈরাচার সরকার দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার উপর জনগণ আস্থা রাখতে পারছে না। আমাদের লক্ষ্য হলো, স্বাস্থ্যসেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া। এটা করতে হলে চিকিৎসকদের উপর জনগণের আস্থা অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘আস্থা অর্জন করতে হলে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য উপদেষ্টাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যখাতকে ফ্যাসিবাদের দোসরমুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসবি/এইচআই

চিকিৎসক ডা. এবিএম আবু হানিফ ড্যাব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর