Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা বন্দরে অ্যালার্ট-১, জেটিতে নৌ বাহিনীর যুদ্ধজাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৮:১৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৯:৩৬

বাগেরহাট: ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে বাগেরহাটের মোংলা বন্দরে নিরাপদে নোঙ্গর করেছে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। বুধবার (২৩ অক্টোবর ) দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে বিএনএস শাপলা ও বিএনএস শৈবাল নামে জাহাজ দুটি নোঙ্গর করে।

এ ছাড়া এর আগে বিএনএস প্রত্যাশা ও বিএনএস স্বাধীনতা নামে আরও দুটি যুদ্ধ জাহাজ মোংলা নৌঘাঁটিতে নিরাপদে নোঙর করেছে। এই চারটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে মোংলায় আসে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে মোংলা বন্দরে নিজস্ব অ্যালার্ট- ওয়ান জারি করা হয়েছে। এ ছাড়া ঝড় মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে বুধবার দুপুরে এক সভায় এই প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বন্দরে অবস্থানরত সকল প্রকার বানিজ্যিক জাহাজসহ বন্দরের নিজস্ব নৌযান গুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বন্দরে অবস্থানরত আটটি জাহাজে সার, কয়লা ও ক্লিংকারসহ বেশ কয়েক প্রকার পন্য খালাস বোঝাই স্বাভাবিক রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলায় সকালে হালকা বাতাসহ বৃষ্টি হয়েছে। এখনও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

সারাবাংলা/এইচআই

ঘূর্ণিঝড় দানা মোংলা বন্দর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর