Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসির ফল বাতিলের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৬:২৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৬:৩৪

ঢাকা: সম্প্রতি প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বাতিলের দাবিতে আন্দোলন করছেন অকৃতকার্য একদল শিক্ষার্থী। তারা দু’দিন আগে ঢাকা শিক্ষাবোর্ডেও বিক্ষোভ করে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৩ অক্টোবর) পুলিশি বাধা উপেক্ষা করে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করতে থাকে।

এদিন বিকেল ৩টার দিকে তারা সচিবালয়ে ঢুকে ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেয়। তখন তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ করে তাদের বের করে দেয়।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (২১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ড বিক্ষোভ করে। সেখানে তারা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এক পর্যায়ে তারা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের কক্ষে ঢুকে ভাঙচুর চালায়। এমনকি বোর্ড চেয়ারম্যানের পদত্যাগও দাবি করে। ওই সময় বোর্ড চেয়ারম্যান বলতে বাধ্য হন, ‘আমি পদত্যাগ করলে তোমরা যদি অটোপাস পাও তাহলে আমি পদত্যাগ করব।’ এরপর সোমবার (২২ অক্টোবর) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী-৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। পরীক্ষার সূচি অনুযায়ী মোট ৬১ বিষয়ের পরীক্ষা নেওয়া বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের দাবির মুখে তা বাতিল করা হয়। এতে কারও পাঁচ বিষয়, আবার কারও ছয় বিষয়ের পরীক্ষা বাকি ছিলো। বাকি ছিল ব্যবহারিক পরীক্ষাও। একপর্যায়ে স্থগিত পরীক্ষা বাতিলের দাবিতে গত ২০ আগস্ট সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। তখন স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।

বিজ্ঞাপন

গত ১৫ অক্টোবর এইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা আন্দোলনের মুখে বাতিলের কারণে এবার এইচএসসি পরীক্ষার মূল্যায়ন হয়েছে ভিন্ন পদ্ধতিতে। বাতিল হওয়া পরীক্ষাগুলোর মূল্যায়ন হয়েছে পরীক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং)। ওই পদ্ধতিতে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি তাদের একাংশ ‘এইচএসসি ব্যাচ ২০২৪’-এর ব্যানারে রোববার (২০ অক্টোবর) মিছিল নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে যান। সেখানে অবস্থান করে বিক্ষোভ করেন। বিক্ষোভ করা শিক্ষার্থীরা বলছেন, যে ফলাফল প্রকাশিত হয়েছে, তা বৈষম্যমূলক। এ জন্য এসএসসি ও সমমানের পরীক্ষার সব বিষয়ের ওপর ‘ম্যাপিং’ করে ফলাফল নতুন করে প্রকাশ করতে হবে।

সারাবাংলা/জেআর/পিটিএম

এইচএসসি টপ নিউজ ফল বাতিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর