Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করতে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ১৮:২৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ২১:১৩

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে কর্মসূচি থেকে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবনের সামনে থেকে এই ঘোষণা দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা।

আন্দোলনকারীরা বলেন, বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। আমরা চাই না তিনি রাষ্ট্রপতি পদে থাকুন। তাই আমরা তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি; তিনি যেন রাষ্ট্রপতির পথ থেকে পদত্যাগ করেন। তিনি যদি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে আমরা জানি তাকে কীভাবে পথ থেকে সরাতে হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজে আহত হয়েছেন জানিয়ে বাহার উদ্দিন নামে একজন বলেন, ‘চুপ্পু একজন মিথ্যাবাদী। তিনি স্বৈরাচার শেখ হাসিনার দোসর। আমরা চাই না কোনো স্বৈরাচারের দোসর এই পদে থাকুক। চুপ্পু যে পর্যন্ত তার পদ থেকে পদত্যাগ না করবেন সে পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।’

মো. সোহাগ নামে আরেকজন বলেন, ‘আমরা দেখতে চাই, চুপ্পু কতদিন বঙ্গভবনে থাকতে পারেন। ছাত্র আন্দোলনে আহতরা পথে পথে, আর দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি চুপ্পু বঙ্গভবনে আরাম-আয়েশ করবে, এটা মেনে নেওয়া হবে না। এই রাষ্ট্রপতি ভারতের দালাল এবং শেখ হাসিনার দোসর।

‘ইনকিলাব মঞ্চ’ নামের ব্যানারে আন্দোলনে আসা আরেকটি পক্ষ বলেন, আমরা চাই বর্তমান রাষ্ট্রপতি যেন দ্রুত পদত্যাগ করেন।

বঙ্গভবন এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন বলেন, ‘বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য ডিএমপি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা কাজ করছেন। পুলিশের পাশাপাশি সেখানে সহযোগিতায় রয়েছেন সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর রাষ্ট্রপতি তার ভাষণে বলেছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি। কিন্তু সম্প্রতি তিনি একটি গণমাধ্যমের কাছে দাবি করেন, অনেক খোঁজাখুজি করেও শেখ হাসিনার পদত্যাগ পত্রটি পাননি। এ সংক্রান্ত তার কাছে কোনো দলিল নেই। এ নিয়ে সারাদেশের ছাত্র জনতা রাষ্ট্রপতির বিরুদ্ধে ফুঁসে উঠে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আল্টিমেটাম টপ নিউজ পদত্যাগ রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর