Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে জেলা ছাত্রদলের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ১৬:৩৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৬:৪০

বান্দরবান: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বান্দরবানে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে শতাধিক নেতাকর্মী এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র আহ্বায়ক মো. নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব চনুমং মারমা, পৌর বিএনপি’র সদস্য সচিব মো. শফি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোরসেদ বিন ওমর ও পৌর যুবদলের সদস্য সচিব মো. ফিরোজসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় বক্তারা বলেন, মামলা করা হয়েছে। সেই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে দেশের অবস্থা ভালো হচ্ছে। আর আওয়ামী লীগের অবস্থা হচ্ছে খারাপ। ১৭ বছরের লুটপাটকারীরা এখনও এলাকায় রয়ে গেছে। তাদের অচিরেই গ্রেফতার করতে হবে।

সারাবাংলা/এইচআই

ছাত্রদল বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর