Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যান, হিটারের সাহায্যে স্পিনিং পিচ বানাচ্ছে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৪ ১১:০৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১১:১০

মুলতানে সিরিজের প্রথম ম্যাচে প্রাণহীন পিচে ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অবশ্য সেই মুলতানেই স্পিনিং পিচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা এনেছেন তারা। রাওয়ালপিন্ডিতে সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে বাগে আনতে আবারো স্পিনবান্ধব পিচ বানানোর পরিকল্পনা পাকিস্তানের। আর এই স্পিনিং পিচ বানাতে গিয়ে পাকিস্তান সাহায্য নিচ্ছে হিটার ও ফ্যানের!

প্রথাগতভাবে রাওয়ালপিন্ডির পিচ বরাবরই ব্যাটিংবান্ধব। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও এখানে বোলাররা সেভাবে সুবিধা করতে পারেনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ব্রুক-রুটদের ব্যাটিং তান্ডবের পর দ্বিতীয় ম্যাচে স্পিন আক্রমণ দিয়েই প্রতিপক্ষকে ধরাশায়ী করেছিল পাকিস্তান। তৃতীয় ম্যাচেও একই ফলাফল আনতে রাওয়ালপিন্ডির পিচকে স্পিন সহায়ক করার চেষ্টায় আছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গতকাল দেখা গেছে, মাঠের কর্মকর্তা-কর্মচারীরা বিশাল আকৃতির তিনটি হিটার ও একটি ফ্যান পিচের সামনে রেখে দিয়েছেন। তাপের মাধ্যমে পিচকে শুকানো হচ্ছে। একই সাথে রোদেও শুকিয়ে যাচ্ছে পিচ, কিছুটা ফেটে যাওয়ার সম্ভাবনাও তাই তৈরি হয়েছে। আর এতেই পিচে বাড়তি স্পিন ধরার সম্ভাবনা বাড়ছে। পাকিস্তানের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট গতকাল পিচ পরিদর্শনও করেছেন।

আগামী ২৪ অক্টোবর শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ ম্যাচ।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো