Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ১৮:৪০ | আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৯:১৯

ঢাকা: রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী ও জনতা ব্যাংকসহ ১০ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য ব্যাংকগুলো হলো- কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ ডেপলমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক।

সোমবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জরি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১০ ব্যাংকের মধ্যে সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, বাংলাদেশ ডেপলমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংক- এই ছয়টিতে চুক্তিভিত্তিক নতুন এমডি ও সিইও নিয়োগ দেওয়া হয়েছে।

আর আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কৃষি ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এ চার প্রতিষ্ঠানে পদোন্নতি দিয়ে এমডি নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, সোনালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি মো. শওকত আলী খানকে। জনতা ব্যাংকের ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান।

অন্যদিকে, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও পদে ব্যাংকটির সাবেক ডিএমডি মো. আনোয়ারুল ইসলাম, রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি মো. আ. রহিম।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের সাবেক ডিএমডি মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের আরেক সাবেক ডিএমডি মো. কামরুজ্জামান।

এ ছাড়াও সোনালী ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল হোসেনকে আনসারি-ভিডিপি ব্যাংকের এমডি, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি সালমা বানুকে পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি, সোনালী ব্যাংকের ডিএমডি সঞ্চিতা বিনতে আলীকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি চানু গোপাল ঘোষকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংকে শেখ হাসিনা সরকারের সময় তিন বছরের চুক্তিতে নিয়োগপ্রাপ্ত এমডি ও সিইওদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার।

গত ১৯ সেপ্টেম্বর এসব ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করতে চেয়ারম্যানদের চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। তার পর থেকে এসব ব্যাংকের এমডি ও সিইও পদ শূন্য ছিল।

সারাবাংলা/জিএস/পিটিএম

অর্থ মন্ত্রণালয় এমডি টপ নিউজ নিয়োগ ব্যাংক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর