Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইসলামি বইমেলা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ১৬:২৫

ঢাকা: আগামীকাল থেকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে শুরু হচ্ছে ইসলামি বইমেলা।

মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এই মেলা। চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

মেলাটি প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে এই মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এই মেলার আয়োজন করেছে। সোমবার (২০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেস্টা ড. আ ফ ম খালিদ হোসেন আগামীকাল বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করবেন।

এবারের মেলায় ১৫১টি স্টল বসবে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ,তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলের সকল বই পাওয়া যাবে ৩৫ শতাংশ ছাড়ে।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউআর

ইসলামি বইমেলা ইসলামিক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর