Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অভিযুক্ত বিচারকদের বিরুদ্ধে উচ্চ আদালত ব্যবস্থা নেবেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৪ ১৮:৫৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৫৯

আসিফ নজরুল। ফাইল ছবি

ঢাকা: যেসব বিচারকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে উচ্চ আদালত ব্যবস্থা নেবেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হওয়ায় ফলে অভিযুক্ত বিচারপতিদের বিষয়ে সাংবিধানিকভাবে নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে। কিছু বিচারকের ব্যাপারে নানা অভিযোগ রয়েছে। অভিযুক্ত সেসব বিচারকদের বিষয়ে উচ্চ আদালত ব্যবস্থা নেবেন। উচ্চ আদালত সম্পূর্ণ স্বাধীন। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা উচ্চ আদালতই ব্যবস্থা নেবেন।

বিজ্ঞাপন

রোববার (২০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পর্যবেক্ষণ নিষ্পত্তির রায় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, অভিযুক্ত বিচারকরা ফ্যাসিস্ট শক্তির নিপীড়ক যন্ত্রে পরিণত হয়েছিলেন। কারও কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। তাদের নিয়ে ছাত্র-জনতার অনেক ক্ষোভ রয়েছে।

আইন উপদেষ্টা বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহালের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার ফোরাম পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পেয়েছে।

এর আগে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউয়ের আবেদন নিষ্পত্তি করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ। এতে ফের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বহাল রাখা হয়েছে। এ রায়ের ফলে দীর্ঘ আট বছর পর নিষ্পত্তি হলো গুরুত্বপূর্ণ এ রিভিউ আপিলটি।

সারাবাংলা/জিএস/টিআর

আইন উপদেষ্টা আসিফ নজরুল ষোড়শ সংশোধনী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর