Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বিনামূল্যে চিকিৎসাসেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৪ ১৪:৫৯

বান্দরবান : বান্দরবানে ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ব্যবসায়ীদের আয়োজনে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সহযোগিতায় এই চিকিৎসাসেবা দেওয়া হয়।

বান্দরবান বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এ কে এম ফজলুল হক। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম মনজুরুল হক। এসময় মেট্রোপলিটন হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ ক্যাম্পে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকজন বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। চট্টগ্রাম থেকে আগত ছয় জন অভিজ্ঞ ডাক্তার চিকিৎসাসেবা দেন। বিনামূল্যে ব্যবসায়ী ঐক্য পরিষদের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে সচেতনমহলে।

সারাবাংলা/এসআর

সারাবাংলা/এসআর

চিকিৎসাসেবা বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর