Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান সুন্দরভাবে সাজানোর প্রত্যয় বৈষম্যবিরোধী ছাত্রসমাজের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৪ ১৫:১৯ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৫:৪৮

বান্দরবান: নিজ জেলাকে সুন্দরভাবে সাজাতে ও সকল ক্ষেত্রে দুনীর্তিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ সংবাদ সম্মেলন করেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বান্দরবান প্রেস ক্লাবের হলরুমে  এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের নেতারা বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুর্ণগঠন না হওয়ায় জেলা পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এতে সাধারণ জনগণ স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা বলেন, প্রশাসনে ফ্যাসিবাদী স্বৈরশাসকের নিয়োগকৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় দোসররা বহাল থাকায় তারা বর্তমান সরকারকে বির্তকিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এসময় ছাত্র নেতারা সাংবাদিকসহ সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করে সুন্দর বাংলাদেশ গড়তে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের পাশে থাকার আহবান জানান।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের বান্দরবান জেলা প্রতিনিধি আসিফ ইকবাল, মুহাম্মদ মুসা, হাবিব আল মাহমুদ, আশরাফুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল ইসলামসহ ও ছাত্রসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

ছাত্রসমাজ বান্দরবান বৈষম্যবিরোধী সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর