এবার সালমান খানকেও ‘বিষ্ণোই গ্যাং’-এর হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪ ১২:১১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১১
১৮ অক্টোবর ২০২৪ ১২:১১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১১
সালমান খান ৫ কোটি রুপি না দিলে তাঁর পরিণতিও হবে বাবা সিদ্দিকির মতো! এমনই হুমকি-বার্তা পেয়েছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই খবরটি জানিয়েছে।
এএনআই জানিয়েছে, হুমকি বার্তার বলা হয়েছে, ‘এটিকে হালকাভাবে নিবেন না, সালমান খান যদি বেঁচে থাকতে চায় এবং বিষ্ণোই গ্যাং সাথে শত্রুতা শেষ করতে চায়, তাহলে তাকে ৫ কোটি রুপি দিতে হবে। টাকা না দিলে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকের চেয়েও খারাপ হবে।’
বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
গত ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় গুলি করে হত্যা করা হয় মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকিকে।
সারাবাংলা/এইচআই