মানিকগঞ্জে ইলিশ ধরার দায়ে ১৮ জেলের কারাদণ্ড
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ২০:৫৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ২০:৫৭
১৭ অক্টোবর ২০২৪ ২০:৫৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ২০:৫৭
মানিকগঞ্জ: নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে ১৮ জেলের ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন।
একই সময় প্রায় ২ লাখ মিটার ইলিশ ধরার কারেন্ট জাল ধ্বংস করা হয় ও জব্দকৃত প্রায় ৩ মন ইলিশ স্থানীয় এতিমখানাতে প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান, ‘এই অভিযান অব্যাহত থাকবে।’
সারাবাংলা/এইচআই