Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১২

ঢাকা: সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী ২০ অক্টোবর থেকে বিচারকাজ পরিচালনার জন্য ৫৪টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নির্দেশিত ২০২৪ সালের ২৯৪ নং বেঞ্চ গঠনবিধিতে বলা হয়েছে যে, আগামী ২০ অক্টোবর রোববার সকাল ১০:৩০ মিনিট হতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হইল।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখন প্রধান বিচারপতিসহ ৬ জন বিচারপতি রয়েছেন। আর হাইকোর্ট বিভাগে রয়েছেন ১০১ জন বিচারপতি।

হাইকোর্টের বিচারপতিদের থেকে ৮৩ জন বিচারপতিকে দিয়ে ২৯টি দ্বৈত (দুই বিচারপতির) বেঞ্চ ও ২৫টি একক (এক বিচারপতির) হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়েছে।

কোন বিচারপতিদের কোন বেঞ্চ দেয়া হয়েছে, তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এসডব্লিউআর

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট হাইকোর্ট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর