বেওয়ারিশ বিড়াল তাড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
১৭ অক্টোবর ২০২৪ ১৪:৩৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৪:৪৬
ঢাকা : রাজধানীর ডেমরা একটি বেওয়ারিশ বিড়াল তাড়াতে গিয়ে চারতলা বাড়ির সিঁড়ি থেকে পড়ে সোনিয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭অক্টোবর) সকালে ডেমড়া সানারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
সোনিয়া আক্তার বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালিপুর গ্রামের মো. বাবুল মিয়ার মেয়ে। তিনি ডেমরা সানারপাড়া এলাকায় স্বামী বশির মিয়া ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।
স্বামী বশির মিয়া জানান, সকালে বাসায় একটি বেওয়ারিশ বিড়াল ঢুকে পড়ে। বিড়াল তাড়াতে গিয়ে সোনিয়া পা পিছলে চারতলা বাড়ির সিঁড়ি থেকে তিন তলায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসআর