ডেকে নিয়ে নারীকে খুন, ডোবায় মিলল মরদেহ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৪ ১৭:০৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৩
১৬ অক্টোবর ২০২৪ ১৭:০৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৩
মুন্সীগঞ্জ: জেলার সিরাজদিখানে ডোবা থেকে হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল অজ্ঞাতরা।
বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে জৈনসার ইউনিয়নের চাইনপাড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম নিহত রেখা রাণী দাস (৬৫)। তিনি ভাটিমভোগ এলাকার গৌরাঙ্গ দাসের স্ত্রী।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গতকাল (১৫ অক্টোবর) বিকেলে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাসা থেকে ওই নারীকে ডেকে নিয়ে যান। রাতে খোঁজাখুঁজির পরও তার হদিস মেলেনি। আজ সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের একটি ডোবায় ভেসে উঠে ওই নারীর হাত-পা বাঁধা মরদেহ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
সারাবাংলা/পিটিএম