গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে চালক খুন, অটোরিকশা ছিনতাই
১৫ অক্টোবর ২০২৪ ১৮:৩৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৮:৪১
ঢাকা : রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ছুরিকাঘাতে আনোয়ার হোসেন(৩৫) নামে এক ব্যাটারীচালিত অটোরিকশা চালক খুন হয়েছেন। পরিবার দাবি ছিনতাইকারীরা তাকে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া সতীশ চন্দ্র রোডের কচিকাঁচা স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেনের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায়। তিনি শ্যামবাজার এলাকার একটি বাসা ভাড়া নিয়ে একা থাকতেন। তার স্ত্রী তিন সন্তান নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।
নিহতের চাচাতো ভাই মো. ফিরোজ মিয়া জানান, প্রতিদিনের মত সোমবার আনোয়ার শ্যামবাজার এলাকায় গ্যারেজ থেকে ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ে বের হয়। ধারণা করা হচ্ছে রাতে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে গেছে।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গেন্ডারিয়া কচিকাঁচা স্কুলের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমিক তদন্তে তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ঘটনাটি ছিনতাইকারী নাকি পূর্বশত্রুতার কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে তার মরদেহ পাঠানো হয়। ময়নতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসআর