হাসনাত-সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা জাতীয় পার্টির
১৫ অক্টোবর ২০২৪ ১১:০৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১২:৫৮
রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয় পার্টি।
সোমবার (১৪ অক্টোবর) নগরীর জাতীয় পার্টির কার্যালয়ে এক সভায় এই ঘোষণা দেন দলের কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সদ্যবিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় সেখানে দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় পার্টির নেতা মোস্তাফিজার রহমান বলেন, রাজনৈতিক সংলাপে জাতীয় পার্টি যেন ডাক না পায় এজন্য ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ঘোষণা দিয়েছেন। আমরাও দলের পক্ষ থেকে বলতে চাই হাসনাত ও সারজিস রংপুরে আসতে পারবে না। আমরা দেখিয়ে দিতে চাই, রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু।
এসময় সাবেক এই সিটি মেয়র বলেন, ‘সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর কোনও প্রোগ্রাম রংপুরের মাটিতে হতে দিব না। যার যা কিছু আছে তাই নিয়ে এই রংপুরের পার্টি অফিসে বসে থাকবেন। যদি এই আন্দোলনকে আমরা জনস্রোত করতে না পারি তাহলে জাতীয় পার্টি থেকে নাকে খত দিয়ে চলে যাবো।’
সভায় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনও আলোচনা নয়। এই বক্তব্যের মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি, পুলিশ কমিশনার আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই, রংপুরে কোনও রাজনৈতিক সংলাপে যদি জাতীয় পার্টিকে ডাকা না হয়, সম্মান দেওয়া না হয় তাহলে জাতীয় পার্টি নিজেই অধিকার আদায় করে নেবে।
সারাবাংলা/এমপি