Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলম্বাস ছিলেন স্প্যানিশ, ধর্মে ইহুদি— বলছে গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪ ২১:৫৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১৯

ক্রিস্টোফার কলম্বাস। এক নামে সুপরিচিত সারা বিশ্বে। আমেরিকা ‘আবিষ্কারে’র সঙ্গে যার নাম জড়িয়ে আছে, তাকে না চেনার কোনো কারণও নেই। তবে সেই কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন, তার ধর্মই বা কী ছিল— এসব প্রশ্নের সুনিশ্চিত উত্তর মেলেনি। এখনো একাধিক দেশের পক্ষ থেকেই দাবি করা হয়ে থাকে, কলম্বাস তাদের দেশেরই নাগরিক।

দীর্ঘ দিন ধরে চলমান এ বিতর্কের অবসান হয়তো এবার হতে যাচ্ছে। স্পেনের একদল বিজ্ঞানী একটি জেনেটিক গবেষণা পরিচালনা করে বলছেন, ক্রিস্টোফার কলম্বাস সম্ভবত স্প্যানিশ নাগরিক ছিলেন, ধর্মের দিক থেকে ছিলেন ইহুদি।

বিজ্ঞাপন

দুই দশকেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা এ গবেষণা চালিয়েছেন। শনিবার (১২ অক্টোবর) রাতে স্পেনের জাতীয় সম্প্রচার চ্যানেল আরটিভিইতে প্রচারিত ‘কলম্বাস ডিএনএ: হিজ ট্রু অরিজিন’ শীর্ষক এক ডক্যুমেন্টারিতে এ গবেষণার ফলাফল ঘোষণা করা হয়।

কলম্বাসের উৎপত্তি নিয়ে বিতর্ক বহু বছরের। অনেক দেশই তাকে তাদের নিজেদের একজন বলে দাবি করে আসেছিল। এই দাবির তালিকায় রয়েছে পোল্যান্ড, গ্রেট ব্রিটেন, গ্রিস, পর্তুগাল, হাঙ্গেরি ও স্ক্যান্ডিনেভিয়াসহ প্রায় ২৫টি দেশ। কলম্বাসকে নিজেদের দেশের নাগরিক হিসেবে চিহ্নিত করতে তাদের নানা ধরনের যুক্তিও রয়েছে। তবে তার বেশির ভাগই পরস্পরবিরোধী। এসবের মধ্যেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে তত্ত্ব সেটি অনুযায়ী, কলম্বাস ১৪৫১ সালে ইতালির জেনোয়াতে এক তাঁতি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

সেই কলম্বাসকে নিয়ে স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটির ফরেনসিক মেডিসিনের অধ্যাপক হোসে আন্তোনিও লরেন্টে ও ইতিহাসবিদ মার্শিয়াল কাস্ত্রো ২০০৩ সালে এক গবেষণা শুরু করেন। ওই সময় তারা সেভিল ক্যাথেড্রাল থেকে কলম্বাসের ধ্বংসাবশেষ বের করেছিলেন এবং ডিএনএ সংগ্রহ করেছিলেন। এমনকি গবেষণার জন্য তারা কলম্বাসের ছেলে হার্নান্দো ও ভাই দিয়েগোর হাড় থেকেও ডিএনএ নমুনা সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

অধ্যাপক হোসে আন্তোনিও লরেন্টে ও মার্শিয়াল কাস্ত্রো গবেষণার ফলাফল জানিয়ে বলেন, কলম্বাস সম্ভবত স্পেনের ভ্যালেন্সিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি একজন ইহুদি ছিলেন। নিপীড়ন এড়াতে তিনি পরিচয় লুকিয়ে রেখেছিলেন।

গবেষকরা আরও বলছেন, ১৪৯২ সালে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেন, প্রায় তিন লাখ ইহুদি স্পেনে বসবাস করত। ওই সময় মুসলমানদের সঙ্গে ইহুদিদেরও ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হতে কিংবা দেশ ছেড়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছিল।

১৪৯০-এর দশক থেকে স্প্যানিশ অর্থায়নে পরিচালিত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন ক্রিস্টোফার কলম্বাস। এর জেরে ইউরোপীয়দের আমেরিকা জয়ের পথ চালু হয়। বলা হয়ে থাকে, ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা ‘আবিষ্কার’ করেছেন।

কলম্বাস ১৫০৬ সালে স্প্যানিশ শহর ভ্যালাডালিডে মারা যান। তিনি চেয়েছিলেন ক্যারিবিয়ান দ্বীপ হিস্পানিওলাতে সমাধিস্থ হতে। ১৫৪২ সালে কলম্বাসের দেহাবশেষ সেখানে নেওয়া হয়েছিল। এরপর ১৭৯৫ সালে তার দেহাবশেষ কিউবায় স্থানান্তর করা হয়েছিল। ১৮৯৮ সালে তা স্পেনের সেভিলে নেওয়া হয় বলে দীর্ঘকাল ধরে ধারণা রয়েছে।

সারাবাংলা/এইচআই/টিআর

কলম্বাস গবেষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর