Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৪ ১৬:৫১

ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাজমুল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোররাতে নাজমুল হোসেনের মৃত্যু হয়। সে মুক্তাগাছার বিটিবাড়ি এলাকার হিরা মিয়ার ছেলে।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, নাজমুল হোসেন ১০ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়াও সে ফুসফুসে ইনফেকশন ও রক্তে লবনের ঘাটতি জটিলতায় ভোগছিলেন।

তিনি আরও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে পুরুষ ২১ জন, নারী ও শিশু ৪ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভ‌র্তি হয়েছেন ১৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

সারাবাংলা/এসআর

ডেঙ্গু ময়মনসিংহ মেডিকেল কলেজ যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর