Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিবনগরে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৪ ২১:৩৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ২২:০২

মেহেরপুর: জেলার মুজিবনগরে থেকে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মিজারকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করে সেনাবাহিনী ও মুজিবনগর থানা পুলিশ। আটককৃত মিজানুর রহমান মিজার মুজিবনগর উপজেলার শিবপুর ৬ নম্বর ওয়ার্ডের ফজুল হকের ছেলে।

যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক মিজার একপর্যায়ে তার বাড়িতে অস্ত্র আছে বলে সে নিজের মুখে স্বীকারক্তি দেয়। পরে ঘরের পূর্বপাশে একটি গোয়াল ঘরের পাশে গর্ত খুড়ে মাটির নিচে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ‘আটককৃত মিজানুর রহমান মিজারের বাড়িতে অস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে তার বাড়িতে পুলিশসহ যৌথ বাহিনীর অভিযান চালিয়ে একটি ওয়ান সুটারগানসহ তাকে আটক করা হয়।’

ওসি মিজানুর রহমান এ বিষয়ে মিজারের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

সারাবাংলা/এইচআই

ইউপি সদস্য মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর