Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক হাতিয়ার হতে দেওয়া হবে না: যুব ও ক্রীড়া উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৪ ২০:৫২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১২:১৬

খুলনা: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ধর্মকে ব্যবহার করে অতীতে বিভিন্ন দল রাজনৈতিক ফায়দা তুলেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সনাতন ধমাবলম্বীদের কারও রাজনৈতিক হাতিয়ার হতে দেবে না।’

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় খুলনার গল্লামারী হরিচাঁদ ঠাকুর মন্দির এবং বাগমারা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তের নিবিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেখানে সকল ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করবে।’

উপদেষ্টা গতকাল চট্টগামের একটি পূজামন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে সোনার মুকুট চুরি যাওয়া ঘটনা উল্লেখ করে বলেন, ‘ইতোমধ্যে প্রশাসন দোষীদের আটক করেছে এবং তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।’

গল্লামারী হরিচাঁদ মন্দিরে সাংবাদিকরা শেখ আবু নাসের স্টেডিয়াম সংস্কার করে বিপিএলসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনের ব্যপারে দৃষ্টি আকর্ষণ করলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘শুধু আবু নাসের স্টেডিয়াম নয়, দেশের সকল স্টেডিয়াম খেলার উপযোগী করে খেলাধূলার পরিবেশ ফিরিয়ে আনা হবে।’

এসময় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার মুন্ডু, প্রশাসনের কর্মকর্তাসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাতক্ষীরা যাওয়ার পথে খুলনার দুইটি পূজামন্ডপে পরিদর্শন করেন। আগামীকাল শনিবার তিনি সাতক্ষীরার কয়েকটি উপজেলার পূজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করবেন।

সারাবাংলা/এসআর

যুব ও ক্রীড়া উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর