Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৪ ২০:১৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ২০:১৮

কক্সবাজার: জেলার কলাতলী এলাকার একটি রিসোর্টের রুম থেকে ঝুলন্ত অবস্থায় এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে কলাতলী এলাকার মরিয়ম রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম।

নিহত অমিত বড়ুয়া (৩৪) চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরার বাসিন্দা রাজবিহারী বড়ুয়ার ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান, ‘গত ৮ অক্টোবর সকাল ১১ টায় অমিত বড়ুয়া রিসোর্টের ১০৮ নম্বর কক্ষটি বুকিং নেন। শুক্রবার সকাল ১১টার দিকে অমিত বড়ুয়াকে চেক আউট হওয়ার কথা। দুপুর ১১টায় চেক আউটের জন্য জানাতে গিয়ে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। বারবার দরজায় আঘাত করার পরও কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।‘ পরে পুলিশ কক্ষটিতে ঝুলন্ত মরদেহটি দেখতে পায়।

পুলিশ প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সারাবাংলা/এইচআই

কক্সবাজার ঝুলন্ত মরদেহ রিসোর্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর