Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিতে নোবেল পেল নিহন হিদানকিও

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৪ ১৫:২৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২৩

শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গঠনের প্রচেষ্টার জন্য সংস্থাটি পুরস্কার পেলেন।

শুক্রবার (১১ অক্টোবর) নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টা ও বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

চলতি বছর মোট ২৮৬ প্রার্থীর মধ্যে ১৯৭ ব্যক্তি ও ৮৯টি প্রতিষ্ঠান মনোনীতদের তালিকায় ছিল বলে জানা গেছে।

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারের জন্য তাকে শান্তিতে নোবেল দেয়া হয়।

প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি স্বর্গপদক, প্রশংসাপত্রসহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান।

সারাবাংলা/এইচআই

নোবেল পুরষ্কার শান্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর