পূজা মণ্ডপে ইসলামি গান, ২ মাদরাসা শিক্ষক আটক
১১ অক্টোবর ২০২৪ ১৪:৩৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের প্রধান পূজা মণ্ডপ জে এম সেন হলের মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। দুজনই মাদরাসায় শিক্ষকতা করেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।
এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) নগরীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার দুজন হলেন— শহীদুল করিম (৪২) ও মো. নুরুল ইসলাম (৩৪)। শহীদুল নগরীর হালিশহরের তানজিমুল উম্মা মাদরাসা ও নুরুল ইসলাম চান্দগাঁও এলাকার দারুল ইরফান মাদরাসায় শিক্ষকতা করেন।
এদিকে পুজোমণ্ডপের মঞ্চে ইসলামী সংগীত পরিবেশন করা বাকি চারজনের নামও জানিয়েছে পুলিশ। তারা হলেন— আব্দুল্লাহ ইকবাল, রনি, গোলাম মোস্তফা ও মো. মামুন।
সংবাদ সম্মেলনে উপকমিশনার রইছ উদ্দিন বলেন, ‘জে এম সেন হলের পূজা মণ্ডপে পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল কান্তি দত্তের আমন্ত্রণে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় শিল্পী দুটি গান গেয়েছিলেন। এর মধ্যে একটি গানের কিছু কথা উপস্থিত দর্শনার্থীদের ধর্মানুভূতিতে আঘাত করেছে।’
‘ওই ঘটনায় বৃহষ্পতিবার রাতেই অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটক করতে অভিযান চলছে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই আইনি ব্যবস্থা নেওয়া হবে,’— বলেন উপকমিশনার রইছ উদ্দিন।
সিএমপির এই কর্মকর্তা আরও বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো মামলা করা হয়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরকারের পটপরিবর্তনের পর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্য (মোটিভ) ছিল কি না এবং তাদের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, এগুলোও আমরা খতিয়ে দেখছি।’
এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর জে এম সেন হলে চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত দুর্গাপূজার মহাসপ্তমীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’ নামে একটি সংগঠন দুটি গান পরিবেশন করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সংগঠনটির শিল্পীরা প্রথমে শাহ্ আবদুল করিমের লেখা ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ এবং পরে চৌধুরী আবদুল হালিমের লেখা ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’— এই দুটি গান পরিবেশন করেন।
পরে সেখানে হিন্দুদের মধ্যে ক্ষোভ তৈরি হলে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়। ক্ষুদ্ধ সনাতন ধর্মাবলম্বীরা সেখানকার সামনের সড়কে বিক্ষোভও করেন। পরে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মণ্ডপে গিয়ে বক্তব্য দেন এবং জড়িতদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা করার আশ্বাস দেন।
রাতে মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য মঞ্চে উঠে ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন এবং ঘটনার সঙ্গে জড়িত পূজা কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তকে বহিষ্কারের ঘোষণা করেন।