Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গুজব ছড়িয়ে স্বৈরাচারের দোসরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৪ ১০:৫৪

ঢাকা: দেশে গুজব ছড়িয়ে স্বৈরাচারের দোসরা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন।

নব্বইয়ের ছাত্র আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেহাদ স্মৃতি পরিষদ আলোচনা সভা আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, ‘ষড়যন্ত্রকারীরা থেমে নাই। শেখ হাসিনা পালিয়ে গেছে বলেই মনে করবেন না যে, স্বৈরাচাররা, ফ্যাসিবাদের দোসরা পালিয়ে গেছে। তারা আছে। নানা রকম গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে, নানা রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। কোনো রকমের গুজব, কোনো রকমের বিভ্রান্তিতে যেন আমরা পা না দেই।’

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, ওদের পক্ষে দেশে-বিদেশে ক্ষমতা, টাকা-পয়সা আছে। তারা নানাভাবে চেষ্টা করতে পারে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির, সেটা যেন করতে না পারে। মনে রাখতে হবে শহিদ জেহাদ থেকে আরম্ভ করে এর আগে এবং পরে আমাদের যেই ভাই-বোনরা শহিদ, গুম হয়েছেন তাদের রক্ত কিংবা তাদের স্মৃতির প্রতি আমাদের দায় আছে যা আমাদেরকে পরিশোধ করতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নব্বইয়ের সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান রিপন, সালাহউদ্দিন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, ছাত্র দলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও শহীদ জেহাদের বড় বোন চামেলী মাহমুদ প্রমুখ।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, ‘দূর্গা উৎসব চলছে, সেখানে কোনো বিশৃঙ্খলা যেন না হয়, সেটা দেখার দায়িত্ব আমাদের আছে। কারণ, কিছু মানুষ আছে যারা চক্রান্ত করে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দেশের বদনাম করার চেষ্টা করবে। এই সরকার কিংবা যারা এই সরকারকে নিয়ে এসেছে তাদেরকে হেয় করার চেষ্টা করবে। এটা যাতে করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আরেকটা উদ্দেশ্য হলো তাদের বিএনপিকে হেয় করা যায় কীভাবে, বিএনপির জনপ্রিয়তাকে নষ্ট করা যায় কীভাবে, বিএনপির দুর্নাম করা যায় কীভাবে, এরকম ষড়যন্ত্রে কেউ কেউ লিপ্ত হওয়ার চেষ্টা করছে।’

সবশেষে তিনি বলেন, ‘আমরা সবাইকে অনুরোধ করব, আমরা পরস্পর শত্রু নই। আসুন আমরা পরস্পর প্রতিদ্বন্দ্বী হই। আপনি আপনার কথা বলেন, আমি আমার কথা বলি। আপনার অতীতও জনগণ জানে, আমার অতীতও জনগণ জানে, আগামী দিনে যখন সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ নির্ধারণ করবে কাকে তারা তাদের কল্যাণের জন্য দায়িত্ব দেবে আগামী দিনের সরকার পরিচালনায়।’

সারাবাংলা/এজেড

সারাবাংলা/এজেড/এনজে

আলোচনা সভা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর