Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চণ্ডীপাঠ-শঙ্খ-কাঁসরে মুখর ষষ্ঠীর সকাল, দুর্গাপূজা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ১২:৩৪ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ১৭:৩৩

ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডীপাঠ ও চণ্ডীপূজার মাধ্যমে ষষ্ঠী পূজা তথা শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু। ছবি: সুমিত আহমেদ/ সারাবাংলা

ঢাকা: আশ্বিনের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই নিদ্রাভঙ্গ হয়েছে দেবী দুর্গার। ষষ্ঠী তিথিতে পিত্রালয় তথা বাবার বাড়ি মর্ত্যে আসেন দেবী দুর্গা। দেবীকে মর্ত্যে বরণ করে নিতেই মহাষষ্ঠীর সেই লগ্নে আয়োজন করা হয় পূজা। শুরু হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

পঞ্জিকা মেনে বুধবার (৯ অক্টোবর) সকালে ষষ্ঠী তিথি শুরু হতেই দেবী দুর্গাকে স্বাগত জানিয়েছে ভক্তকূল। এ দিন বেল তলায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে সূচনা হয়েছে শ্রীশ্রী দুর্গা ষষ্ঠীর। আর এর মধ্য দিয়েই মূলত শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে সব ধর্মীয় উৎসব দুর্গাপূজার।

বিজ্ঞাপন

এ দিন সকাল ৯টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গা মণ্ডপের সামনে থাকা বেলতলায় চণ্ডীপাঠ ও চণ্ডীপূজা শুরু হয়। এ সময় বাজতে থাকে ঘণ্টা, কাঁসর, শঙ্খ, ঢাক ও ঢোলের বাদ্য। উলুধ্বনিতেও মুখর হয়ে ওঠে বেলতলা।

ষষ্ঠীর সকালে ঘণ্টা, কাঁসর, শঙ্খ ও ঢাক-ঢোলের পাশাপাশি উলুধ্বনিতেও মুখরিত হয়ে ওঠে বেলতলা। ছবি: সুমিত আহমেদ/ সারাবাংলা

সন্ধ্যায় হবে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। আর এ সময়ই ভক্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পূজা মণ্ডপ।

ষষ্ঠী পূজায় সকালে ঢাকেশ্বরী মন্দিরে মানুষের ঢল নামে। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ আনন্দে মেতে ওঠে। মন্দিরের প্রবেশ পথে নারী ও পুরুষের জন্য আলাদা লাইন করা হয়।

সকাল থেকেই ভক্তদের ঢল নামে ঢাকেশ্বরী মন্দিরে। ছবি: সুমিত আহমেদ/ সারাবাংলা

ঢাকেশ্বরী মন্দির ছাড়াও ষষ্ঠী পূজা হয়েছে রামকৃষ্ণ মঠ, রমনা কালি মন্দির মণ্ডপ, বনানী মাঠ, জগন্নাথ হল মণ্ডপ, বরদেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, জয়কালি মন্দির, রামসীতা মন্দিরে। সনাতন ধর্মাবলম্বীদের পদচারণায় সকাল থেকেই এসব মন্দির, মণ্ডপ মুখরিত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ অক্টোবর) মহাসপ্তমী বিহিত পূজা, শুক্রবার অস্টমী তিথিতে কুমারী পূজা, শনিবার মহা নবমী ও শুভ দশমী বিহীত পূজা আর রোববার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দূর্গাপূজা।

ঢাকেশ্বরী মন্দিরে ষষ্ঠীর সকালে ভক্তের প্রণতি। ছবি: সুমিত আহমেদ/ সারাবাংলা

ঢাকেশ্বরী দুর্গা মণ্ডপের প্রধান পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় সারাবাংলাকে বলেন, বেলতলায় দুই দিন ধরে পূজা হচ্ছে। গতকাল (মঙ্গলবার) বেলতলায় দেবীর বোধন হয়েছে। আজ বুধবার ষষ্ঠীর সকালে বেলতলায় চণ্ডীপাঠ ও চণ্ডীপূজা হলো। সন্ধ্যায় বেলতলায় দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে। তখন দেবীকে আসার জন্য প্রার্থনা করা হবে। প্রার্থনার পরিপ্রেক্ষিতে দেবী ঘটে (পাত্র) এসে অবস্থান নেবেন। পরে সেই ঘট, বেলপাতা, ডালসহ নবপত্রিকা মূল মন্দিরে স্থাপন করা হবে।

পুরোহিত ধর্মদাস বলেন, ঢাকেশ্বরী দুর্গা মণ্ডপ সকাল সাড়ে ৮টার দিকে খুলে দেওয়া হয়। তবে এর আগে থেকেই ভক্ত ও দর্শনার্থীরা পূজামণ্ডপে আসতে থাকেন। তারা এসে মণ্ডপে ভক্তিভরে প্রণতি করছেন।

পূ্র্বপুরুষদের আত্মার শান্তি কামনায় ধূপ-দীপ প্রজ্বালন। ছবি: সুমিত আহমেদ/ সারাবাংলা

এবার দেবী দুর্গার আগমন হয়েছে দোলায় বা পালকিতে। বিসর্জনের পর দেবী ফিরে যাবেন ঘোটক বা ঘোড়ায়।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, এবার সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা হচ্ছে। গত বছর ৩২ হাজার ৪০৮টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা হয়েছিল। এবার ঢাকা মহানগরে ২৫২টি মণ্ডপ-মন্দিরে দুর্গাপূজা হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে ২৪৮টি মণ্ডপ-মন্দিরে পূজার আয়োজন করা হয়।

আরও পড়ুন-

পালকিতে চড়ে মর্ত্যে এলেন দেবী দুর্গা, সকালে ষষ্ঠী

সারাবাংলা/জেআর/টিআর

দুর্গাপূজা দেবী দুর্গা মহাষষ্ঠী শারদীয় দুর্গোৎসব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর