Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যায় ময়মনসিংহে ৩৫৭ বিদ্যালয়ে পাঠ]দান বন্ধ


৮ অক্টোবর ২০২৪ ২৩:৩৯ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ১২:৪৪

ময়মনসিংহে বন্যায় বসতবাড়ির পাশাপাশি স্কুল-কলেজের বড় একটি অংশও ডুবে গেছে। ছবি: সারাবাংলা

ঢাকা: পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ময়মনসিংহ জেলার তিন উপজেলার ৩৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান সাময়িক বন্ধ রাখা হয়েছে। হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার এসব প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বিদ্যালয় ২৭৪টি, মাধ্যমিক ৮৩টি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বন্ধ থাকা এসব বিদ্যালয়ের একাংশ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, হালুয়াঘাটে ১৬৫টি ধোবাউড়ায় ৯০টি ও ফুলপুরে ১৯টি বিদ্যালয়সহ তিন উপজেলায় ২৭৪ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

ময়মনসিংহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহসিনা খাতুন বলেন, হালুয়াঘাটে মোট প্রতিষ্ঠান ৫৭টি। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৪টি, পাঠদান চালু আছে মাত্র তিনটিতে। এ উপজেলায় ১৭টি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এদিকে ধোবাউড়ায় মোট প্রতিষ্ঠান ৩৪টি। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি, পাঠদান চালু আছে বাকি ১৪টি প্রতিষ্ঠানে। বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০টি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ফুলপুরে মোট ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ আছে ৯টি বিদ্যালয়। পাঠদান চালু আছে বাকি ৫১টিতে। সব মিলিয়ে তিন উপজেলায় ৮৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ আছে।

বন্যা ময়মনসিংহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর