Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের হয়ে যুদ্ধ করায় মার্কিন নাগরিকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর ২০২৪ ১৭:৪১ | আপডেট: ৮ অক্টোবর ২০২৪ ২৩:২১

ইউক্রেনের ভাড়াটে যোদ্ধা হিসেবে কাজ করার দায়ে মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে (৭২) ছয় বছর ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত। সোমবার (৭ অক্টোবর) মস্কোর একটি আদালত এ রায় দেন।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অভিযোগ, হাবার্ড ইউক্রেনের হয়ে ইজিয়ামের মূল শহরে যুদ্ধ করেছিলেন।

জানা গেছে, হাবার্ড যুক্তরাষ্ট্রের মিশিগান এলাকার বাসিন্দা। ২০২২ সালের এপ্রিলে রাশিয়ান বাহিনী তাকে আটক করে। গত মাসে ইউক্রেনের ভাড়াটে যোদ্ধা হিসেবে দোষী সাব্যস্ত হন তিনি। মস্কোর আদালতে গোপনে তার বিচার ও সাজা ঘোষণা হয়েছে।

এদিকে হাবার্ডের বোন ট্রিশা হাবার্ড রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘স্টিফেনের কাছে কখনো কোনো বন্দুক ছিল না। তিনি বন্দুক কখনো ব্যবহারও করেননি। তিনি ছিলেন শান্তিবাদী মানুষ।’

ট্রিশা গত মাসে সামাজিক যেগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেন, ‘রাশিয়ার প্রসিকিউটররা মিথ্যা বলছে। স্টিফেন কখনই ভাড়াটে যোদ্ধা ছিলেন না। তিনি একজন ইংরেজির শিক্ষক।’

এর আগে রাশিয়ার গণমাধ্যম নভোস্তি জানায়, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে আরেক আমেরিকান সৈনিক রবার্ট গিলম্যানকে সাত বছর এক মাসের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার আরেকটি আদালত।

সারাবাংলা/পিটিএম

কারাদণ্ড টপ নিউজ মার্কিন নাগরিক যুদ্ধ রাশিয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর