Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে রাবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল

রাবি করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৪ ২২:১৪ | আপডেট: ৭ অক্টোবর ২০২৪ ২২:২৭

রাবি: ছাত্রলীগের হাতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামী ছাত্রশিবির। সোমবার (৭ অক্টোবর) সকালে শহীদ শরিফুজ্জামান নোমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাকুর রহমান জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল মোহাইমেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক এবং রাবি শাখার সাবেক সভাপতি হাফেজ নুরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন রাবি ছাত্রশিবির শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আবরার ফাহাদকে প্রতিবাদী চেতনার নাম উল্লেখ করে প্রধান অতিথি হাফেজ নুরুজ্জামান বলেন, ‘আবরার দেশসেরা ক্যাম্পাসে পড়েও ছিলেন ধর্মপালনে প্রত্যয়ী একজন মানুষ। তাই তাকে ছাত্রলীগ পাশবিক কায়দায় নির্যাতন করে হত্যা করে। কিন্তু তাকে হত্যা করে বাংলাদেশী মুসলিম প্রতিবাদী সত্তাকে তারা বিনষ্ট করতে পারেনি।’

আবরার ফাহাদকে জুলাই বিপ্লবের ভিত্তিস্থাপনকারী উল্লেখ করে সভাপতি আব্দুল মোহাইমেন বলেন, ‘ভারতীয় বৈষম্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছিলেন, পাঁচ বছর পর চব্বিশের বিপ্লবে এসে সেটি পূর্ণতা পেয়েছে। তাঁর চেতনায় উদ্বুদ্ধ হয়েই লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে। রক্তাক্ত জুলাইয়ে হাজার হাজার মানুষ তাদের জীবন উৎসর্গ করে নতজানু ও তাঁবেদার আওয়ামী সরকারকে টেনে-হিঁচড়ে গদি থেকে নামিয়েছে। স্বৈরাচার হাসিনা মসনদ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। তাই শহীদ আবরার ফাহাদকে বলা যায়, জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপনকারী।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দেশপ্রেমিক ও ধর্মপরায়ণ জাতির এই মেধাবী সন্তানকে ছাত্রলীগ সন্ত্রাসীরা মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে। শুধু আবরার ফাহাদ নয়, সারা দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং ইসলাম পালন করার কারণে অসংখ্য শিবির কর্মী এবং ধর্মপ্রাণ মেধাবী শিক্ষার্থীদের অমানবিক নির্যাতন ও হত্যা করে ছাত্রলীগ। তাই সময়ের দাবী, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা।’

প্রসঙ্গত, আলোচনা শেষে আবরার ফাহাদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

সারাবাংলা/এইচআই

আবরার ফাহাদ ছাত্র শিবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর