ইসরায়েলি হামলার বর্ষপূর্তিতে তেল আবিবে হামাসের রকেট হামলা
স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৪ ১৬:৪১ | আপডেট: ৭ অক্টোবর ২০২৪ ১৬:৫০
৭ অক্টোবর ২০২৪ ১৬:৪১ | আপডেট: ৭ অক্টোবর ২০২৪ ১৬:৫০
ইসরায়েলে হামলার এক বছর পূর্তিতে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে দুই জন আহত হয়েছেন।
সোমবার (অক্টোবর ৭) স্থানীয় সময় বেলা ১১ টায় খান ইউনিস থেকে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সোমবার (অক্টোবর ৭) স্থানীয় সময় বেলা ১১ টায় গাজা উপত্যকার হামাস থেকে পাঁচটি রকেট তেল আবিবে নিক্ষেপ করা হয়। হামলার পর পরই দেশটির অন্যান্য এলাকায় সতর্ক বার্তা জারি করা হয়েছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলা গাজা যুদ্ধের এক বছর পূর্তি আজ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়।
সংঘাতের এই এক বছরে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার মানুষ। যা এখনও অব্যাহত রয়েছে।
সারাবাংলা/এনজে